June 29, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ডুয়ার্সের ওয়াশাবাড়ী চা বাগানে পুজোর আগেই খুশির জোয়ার, মিলল বোনাস

ডুয়ার্সের ওয়াশাবাড়ী চা বাগানে পুজোর আগেই খুশির জোয়ার।মিলল বোনাস। ২০ % বোনাস,পেয়ে খুশী শ্রমিকরা।গত ১৪ সেপ্টেম্বর ভার্চুয়াল বৈঠকে ২০% বোনাস দেওয়ার সিদ্ধান্ত জানায় মালিকপক্ষ।এর পর থেকে বাগানে বাগানে বোনাস দেওয়া আরম্ভ শুরু হয়।শুক্রবার বোনাস দেওয়া হয় ওয়াশাবাড়ী চা বাগানে।গতবারের মত এবারও ২০% বোনাস দেওয়া হল। বর্ষার সময় জলে ভিজে ও গরমকালে প্রচন্ড রৌদ্রে চা বাগানে ও ফাক্টরীতে কাজ করেন শ্রমিকরা।চা বাগানের ম্যানেজার রাজ কুমার মন্ডল বলেন ১৮০০ চা শ্রমিককে ২০% বোনাস দেওয়া হয়েছে।সারা,বছর পরিশ্রম করে আজ বোনাস পেয়ে খুশী এই চা শ্রমিকরা।

মহিলা চা শ্রমিক রেশমা হেমরা, হিলোরা কুজুর ও অন্যান্যরা বলেন বোনাসের জন্য সারা,বছর অপেক্ষা করে থাকি।দৈনিক মজুরীবাচ্চাদের লেখা,পড়ায় শেষ হয়ে যায়।চা শ্রমিকদের ক্ষেত্রে পুজোর আগে বোনাস মাহাত্ম্যপূর্ণ ভুমিকা রাখে।বোনাসের টাকায় বাচ্চাদের নতুন কাপড়,কেনা,পুজার সময় ও মেলায় পরিবার নিয়ে ঘোরা।