February 5, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ডিসেম্বর মাস শেষ হতেই শৈত্যপ্রবাহের সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা

সারা দেশে শীতের প্রকোপ বাড়লেও বড়দিনে বাংলায় ছিল শীত অমিল। ডিসেম্বর মাস শেষ হতেই শৈত্যপ্রবাহের সঙ্গে সঙ্গে ঘন কুয়াশাও ছড়াতে শুরু করেছে। কিছু কিছু জায়গায় বৃষ্টি ও তুষারপাতও হচ্ছে। পাহাড়ে তুষারপাতের কারণে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং উত্তর প্রদেশের কয়েকটি শহরে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে ইতিমধ্যেই।

রাজধানী দিল্লির তাপমাত্রাও গত কয়েকদিন ধরে ১০-এর নীচেই রয়েছে। জম্মু ও কাশ্মীরের পাহাড়ে তুষারপাতের কারণে শ্রীনগরে পারদ মাইনাস ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। হিমাচল প্রদেশে তুষারপাতের কারণে ৩টি জাতীয় সড়ক বন্ধ রয়েছে। ১৩৪টি রাস্তা অবরুদ্ধ। লাহৌল স্পিতির তাবো শহরে তাপমাত্রা ছিল মাইনাস ১০.৬ ডিগ্রি। লাহৌল স্পিতিতে তুষারপাতের কারণে কমপক্ষে ১০০ জন পর্যটকের গাড়ি রাস্তায় আটকে পড়ে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) বঙ্গোপসাগর থেকে আসা বাতাসের কারণে মধ্য ভারত এবং উত্তর ভারতে শিলাবৃষ্টির পাশাপাশি বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। অনেক রাজ্যে শৈত্যপ্রবাহ বিরাজ করবে এবং সেইসঙ্গে ঘন কুয়াশার সতর্কতাও রয়েছে।