
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নামল তাপমাত্রা। সপ্তাহান্তে আরও বাড়বে শীতের আমেজ। হাওয়া অফিসের পূর্বাভাসে স্বাভাবিকভাবেই খুশি শীতবিলাসীরা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কাকভোরে আংশিক কুয়াশা ছিল। দিনভর মেঘলা আকাশ।
চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী কম | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা