মঙ্গলবার সাতসকালেই শহিদ মিনারের মঞ্চে পৌঁছে যান শুভেন্দু অধিকারী । দীর্ঘক্ষণ সেখানে ছিলেন বিরোধী দলনেতা। যৌথ সংগ্রামী মঞ্চের তরফে এই আন্দোলন চলছে অনেকদিন ধরেই। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে নবান্ন অভিযানের পরামর্শ দিলেন শুভেন্দু।
প্রসঙ্গত, তিনি হুঁশিয়ারি দিয়ে তাঁর মন্তব্য, ”এঁদের কিছু হলে আগুন জ্বলবে।” কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ্যভাতার দাবিতে বহুদিন ধরে যৌথ সংগ্রামী মঞ্চের অধীনে আন্দোলনে শামিল রাজ্য সরকারি কর্মচারীরা। এনিয়ে মামলা বিচারাধীন শীর্ষ আদালতেও । লাগাতার দাবির মুখে রাজ্য সরকার ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে। কিন্তু তাতে সন্তুষ্ট নন কর্মীরা। কারণ, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে ফারাক থাকবে ৪২ শতাংশ। সুতরাং, আন্দোলনকারীদের বক্তব্য, এই হারে বৃদ্ধি মোটেই গ্রহণযোগ্য নয়। যথার্থ প্রাপ্য আদায়ের দাবিতে তাই তাঁদের আন্দোলন চলছে।
More Stories
রাজ্যজুড়ে চলছে ট্যাব দুর্নীতির তদন্ত
মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজ্যপাল
আচমকা নবান্ন চত্বরে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে হাজির এক ব্যক্তি