সিনেমা হলে অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে ডানলপে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলবাহিনী। সূত্রের খবর, শুক্রবার দুপুর বেলায় হঠাৎই ডানলপের সোনালি সিনেমা হলের ভিতর থেকে ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। ধীরে ধীরে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। খবর দেওয়া হয় দকমলে। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তাঁরা। তবে আগুন সেভাবে ছড়িয়ে পড়েনি বলেই জানা গিয়েছে। ঘটনাটির জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।