আরজি কর কাণ্ডের আবহে উত্তাল গোটা দেশ, দফায় দফায় এখনও রাজ্যে চলছে প্রতিবাদ। এর মধ্যেই রাজ্যের পুলিশ এবং সরকারি কর্মচারীদের জন্য কড়া নির্দেশিকা রাজ্যের মুখ্য সচিবের।
নির্দেশিকায় রয়েছে, ‘অফিস চলাকালীন নিজেদের কাজ, দায়িত্বের ওপরই মননিবেশ করুন। স্বচ্ছ ভাবে, শৃঙ্খলা পরায়ণভাবে অফিস টাইমে কাজ করতে হবে।‘ রাজ্যে সব দফতরের সচিব ও জেলাশাসকদের এই নির্দেশিকা দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।
শুধু তাই নয় পুলিশকেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, “অকারণে অনুপস্থিত থাকলে, সরকারি কাজে কোন গাফিলতি বা গড়িমসি করলে তা সার্ভিস রুল অমান্য করছেন বলে দেখা হবে।” মুখ্যসচিবের এই নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকেও।

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী