March 12, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ডাকাতি ছক ভেস্তে দিলো ময়নাগুড়ি থানার পুলিশ

ডাকাতি ছক ভেস্তে দিলো ময়নাগুড়ি থানার পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে অস্ত্র সহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করলো ময়নাগুড়ি থানার পুলিশ। ময়নাগুড়ি কলশিবান্দা এলাকা থেকে এই ডাকাত দলকে গ্রেপ্তার করা হয়৷ ধৃতরা হলেন বাবুল খালিফা, কফুল শেখ, সিতু শেখ, রিজুয়ান শেখ। এদের প্রত্যেকেরই বাড়ি মালদা জেলার সুজাপুর কালিয়াচক এলাকায়৷ ভাঙরি ব্যাবসার আড়ালে ডাকাতির ছক কষেছিল বলে পুলিশের কাছে খবর ছিল। সেই অনুযায়ী ময়নাগুড়ি কলসিবান্দা এলাকায় অভিযান চালায় পুলিশ। এরপরেই এই ডাকাত দলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ময়নাগুড়ি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি পাইপ গান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ময়নাগুড়ি সহ পাশ্ববর্তী এলাকায় ডাকাতির ছক ছিল এই ডাকাত দলের। ডাকাতির আগেই অস্ত্র সহ গোটা ডাকাত দল গ্রেপ্তার হওয়ায় ময়নাগুড়ি থানার বড় ধরনের সাফল্য বলেই মনে করা হচ্ছে। সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস বলেন, গোপন সুত্রে খবরের ভিত্তিতে ডাকাতির চেষ্টা ভেস্তে গোটা ডাকাত দলকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জেরা করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।