February 22, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ঠোঁটে ঠোঁট ডুবিয়ে বিয়ের জন্মদিন সেলিব্রেট করেছেন কাঞ্চন এবং শ্রীময়ী

ঘোরাফেরা আর ভরপুর রোমান্সেই দাম্পত্যের এক বসন্ত পার করে ফেলেছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ মল্লিক। ভ্যালেন্টাইনস ডে-তেই ছিল তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। ঠোঁটে ঠোঁট ডুবিয়ে বিয়ের জন্মদিন সেলিব্রেট করেছেন তাঁরা। তবে এই বিবাহবার্ষিকীকে আরও বেশি স্পেশাল করে দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রীর সঙ্গে ছবি পোস্ট করে সেকথাই জানালেন শ্রীময়ী।

কাঞ্চন-শ্রীময়ীর প্রেম-বিয়ে নিয়ে সোশাল মিডিয়ায় কম চর্চা হয়নি। অনেক সময় নানা কটাক্ষও ধেয়ে এসেছে দম্পতির দিকে। কিন্তু সেসবকে তোয়াক্কা না করে জীবনের প্রতিটি আনন্দের মুহূর্ত ভারচুয়াল দুনিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। এবারও তার ব্যতিক্রম হল না। ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে শ্রীময়ী জানালেন ঋতুপর্ণার বাড়িতে তাঁর ও কাঞ্চনের বিশেষ আমন্ত্রণ পাওয়ার কথা।