ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগ এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে | ট্রাফিক আইন ভঙ্গ করার জরিমানা করলেন কলকাতা পুলিশ |জানা গেছে আজ লালবাজার এসে ১১ হাজার টাকা জরিমানা দিয়ে যান শুভেন্দু অধিকারী |
প্রসঙ্গত, ২০১১ সালের মে থেকে গত কুড়ি জুন পর্যন্ত বিরোধী দলনেতার গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের মোট ১১টি কেস ছিল | এই কেস বাবদ মোট ১১ হাজার টাকা জরিমানা দিতে হয় শুভেন্দু অধিকারী কে | তবে জরিমানা দেওয়ার পাশাপাশি শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তথ্য প্রমাণ পুলিশ দিতে না পারলে আইনপথে যাবেন তিনি | পুলিশ কমিশনারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি |

                                        
                                        
                                        
                                        
More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী