বিহারের মুজফফর পুরে গাড়ির ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সূত্রের খবর, বিহারের ২৮ নম্বর জাতীয় সড়কে ট্রাক্টর ও একটি চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গিয়েছে, শনিবার সকালে হঠাৎ বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে যান এলাকাবাসী। তারাই দেখেন একটি ট্রাক্টরের সঙ্গে উলটো দিক থেকে আসা চার চাকার একটি প্রাইভেট গাড়ির সংঘর্ষে আহত বেশ কয়েকজন। এরপর তাদের সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসক ১১ জনকে মৃত বলে ঘোষনা করেন ও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ৪ জনকে চিকিৎসাধীন করা হয়।
তবে দুর্ঘটনার শিকার হওয়া সকল যাত্রীদের পরিচয় জানা সম্ভব হয়নি। এমনকি তারা কোথা থেকে আসছিলেন তাও জানা যায়নি। অন্যদিকে ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছায় মুজফফরপুরের কান্তি স্টেশনের পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করে।