
প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর | তার মৃত্যুর সঙ্গে সঙ্গে অবসান ঘটল স্বর্ণযুগের | মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93 বছর | আজ সকাল আটটায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি | তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, “আমি লতা দিদির কাছ থেকে সবসময় অগাধ স্নেহ পেয়েছি | এটা আমি আমার সম্মান বলে মনে করি | কিংবদন্তি মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
More Stories
‘মায়ের সাথে সেজে উঠুন’ স্মার্ট বাজারের সাথে
ভ্যানতারা রক্ষণাবেক্ষণে তৎপর রিলায়েন্স
সবচেয়ে জাঁকজমকপূর্ণ উৎসব উদযাপন এবার স্টাইল বাজারের সাথে