
এসএসসি দুর্নীতি মামলা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি | আজ অর্থাৎ সোমবার সকালে টুইট করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা সচিব মনিষ জৈনকে জরুরি তলব করেন রাজ্যপাল জগদীপ ধনকর |
এদিন দুপুরে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন তারা | প্রায় 2 ঘণ্টা বৈঠক করেন | তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়, তার বিস্তারিত উল্লেখ পাওয়া যায়নি | বৈঠকের কথা টুইট করে জানান রাজ্যপাল | শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতার বার্তা দেন তিনি |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়