December 29, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

টানা বৃষ্টির জেরে জল মগ্ন হয়ে পড়েছিল দক্ষিণ দিনাজপুর জেলার গংগারামপুর সহ জেলার বিভিন্ন ব্লক

গত কয়েকদিন আগে টানা বৃষ্টির জেরে জল মগ্ন হয়ে পড়েছিল দক্ষিণ দিনাজপুর জেলার গংগারামপুর সহ জেলার বিভিন্ন ব্লক। কেমন আছেন ওই সব এলাকার মানুষ তা ক্ষতিয়ে দেখতে স্বশরিরে দলবল নিয়ে জলমগ্ন মানুষের সাথে কথা বলতে গিয়ে সেখান কার দুর্ভোগী মানুষের সাথে কথা বলে সেখানকার পুরো বিদায়ি প্রধান ও কাউন্সিল দের সম্পর্কে তাদের ভুমিকা ও কাজ সম্পর্কে কাজের কথা শুনে বিক্ষোভ করেন বালুঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। ঘটনা দক্ষিন দিনাজপুর জেলার গংগারামপুর পুরসভার ২/৩/১৪/১৫ নম্বর ওয়ার্ডের মানুষের সাথে।

উল্লেখ্য ৭ দিনের টানা বৃষ্টিতে জলঅমগ্ন হয়ে পড়ে উপরি উক্ত এলাকা। কিন্তু তাদের পার্শ্বে দাড়ায় নি কোন এলাকার পুরো প্রতিনিধিরা।পৌঁছে দেননি ত্রান সামগ্রী। তিনি আরও জানান যে সব নিচু এলাকায় এখন জল নামেনি সেখানে এলাকার মানুষ নিজের টাকা খরচ করে পাম্পে সাহায্যে জল নামাছে এলাকার মানুষ।

তিনি জানান মানুষ যাদের ঘাড়ে মানুষ দ্বায়িত্ব দিয়েছন তারা যেন সাধারণ মানুষের জন্য তাদের পার্শ্বে দাড়ায়।

সুকান্ত বাবু আরো জানান, ক্ষমতায় আসার পর এলাকায় জল বের করার কোন পরিকল্পনা নেয় নি।উল্টে প্রাক্তন চেয়ার ম্যানের কথা এলাকাবাসী র কাছ থেকে উনার কথা শুনে ক্ষোভ উগরে দেন সাংসদ ডক্টর সুকান্ত বাবু।।