July 1, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

টানা বৃষ্টিতে ধস নামলো বালি সেতুতে ওঠার রাস্তায়

টানা বৃষ্টিতে ধস নামলো বালি সেতুতে ওঠার রাস্তায়। তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করেছে পূর্ত দফতর। এই সেতুতে রেল ও সড়ক পথ রয়েছে। সূত্রের খবর, টানা দু দিনের বৃষ্টিতে দক্ষিণেশ্বরের দিক থেকে ওঠার রাস্তার বাঁ দিকে প্রায় ১০০ মিটার অংশের নীচের মাটি সরে যায়। মঙ্গলবার বিষয়টি নজরে আসে ডানলপ ট্র্যাফিক গার্ড ও পূর্ত দফতরের। তারপরেই বুধবার থেকে কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে অস্থায়ী ভিত্তিতে ওই ধস নামা অংশে শাল খুঁটি পুঁতে তার মাঝে সাদা বালির বস্তা ফেলা হচ্ছে। পূর্ত দফতরের কর্মীরা জানাচ্ছেন, বৃষ্টির জল স্রোতের মত কংক্রিটের রাস্তার উপর দিয়ে বয়ে নীচে পরেছে। তাতেই মাটি আলগা হয়েছে। রাস্তাও ফেলে গিয়েছে। পুলিশের তরফে ওই অংশ ঘিরে দেওয়া হয়েছে। পূর্ত কর্মীরা জানাচ্ছেন, বিষয়টি নজরে না এলে যাত্রী বোঝাই বাস যাওয়ার সময় ওই অংশে উল্টে যাওয়ার সম্ভবনা তৈরি হয়েছিল। অস্থায়ী কাজটি শেষ করতে কয়েক দিন সময় লাগবে।