
টানা একমাসের ভ্যাপসা গরম থেকে মুক্তি। অবশেষে স্বস্তির বৃষ্টি তিলোত্তমায়। সোমবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। টানা তাপপ্রবাহের পর সোম সন্ধের বৃষ্টিতে উৎফুল্ল শহরবাসী। সোমবার যে বৃষ্টির মুখ দেখবে গরমে নাজেহাল কলকাতা। তা হাওয়া অফিস আগেই জানিয়েছিল। তাই সকাল থেকেই বৃষ্টির জন্য হাপিত্য়েস করে বসেছিল শহরবাসী। অবশেষে সন্ধে নামতেই বৃষ্টি এল ঝেঁপে।
অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর । আগামী সপ্তাহে তীব্র দাবদাহ থেকে স্বস্তি পেতে চলেছে শহরবাসী। সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। বুধবার আলিপুর আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় বলেন, সোম এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। তাপমাত্রাও কিছুটা কমবে।
শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 39 থেকে 91 শতাংশ।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়