September 13, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির

টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra) সমন ইডির। হাজিরা দিতে হবে আগামী মাসে। অবৈধ বেটিং অ্যাপের প্রচার করার জেরেই অভিনেতা আইনি জটিলতায় পড়েছেন, টলিপাড়ার অন্দরমহল সূত্রে তেমনটাই খবর।

উল্লেখ্য, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের জেরে এযাবৎকাল বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির একাধিক তারকাকে আইনি গেরোয় পড়তে হয়েছে। সেই তালিকায় যেমন বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ রয়েছেন, তেমনই হরভজন সিং, উর্বশী রাওতেলা, সুরেশ রায়নার নামও রয়েছে। গত জুন মাসেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বয়ান রেকর্ড করেছেন সুরেশ, হরভজন-সহ একাধিক তারকা। এবার অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচার করার জেরে ইডির সমন পেলেন অঙ্কুশ হাজরা!