টলিউড ইন্ডাস্ট্রিতে পুরনো সমস্যার জট না কাটায় সম্প্রতি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এলেন আর্টিস্ট ফোরামের নয়া কার্যকরী সভাপতি শংকর চক্রবর্তী। সৌজন্যমূলক সাক্ষাৎকারের সময়ে শংকরের সঙ্গে নবান্নে উপস্থিত ছিলেন অরিন্দম গঙ্গোপাধ্যায়, সোহম চক্রবর্তী এবং জিৎ। এদিন বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে বেশ কয়েকটা আবেদন রেখেছে আর্টিস্ট ফোরাম। যারমধ্যে মূল সমস্যা হিসেবে উঠে এসেছে বকেয়া টাকার সমস্যা। এছাড়া ফোরামের অফিসের জায়গা বাড়ানো, নতুন একটি ভবন গড়া, এছাড়াও শিল্পীদের জন্য কমিউনিটি হলের ব্যবস্থা করা, যেখানে ওয়ার্কশপের আয়োজন করা যাবে। সেসমস্ত বিষয়েও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, গতবছর আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া, এই দুই সংগঠনের অন্দরে দফায় দফায় মিটিং হলেও কোন সমস্যার সমাধান না হওয়ায় শনিবার টলিউডের প্রযোজনা সংস্থার কর্ণধারদের সঙ্গে বৈঠকে বসবেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস। অতএব শনিবার টলিউড প্রযোজকদের সঙ্গে মিটিংয়ের মাধ্যমে কোন সমস্যার সুরহা হবে কি না? সেটাই দেখার।