November 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ঝড়ে মেট্রো পরিষেবা নিয়ে চিন্তিত কর্তৃপক্ষ

সময় যত গড়াচ্ছে, ততই যেন শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় ‘ডানা’র। ধীরে ধীরে ক্রমশ এগিয়ে আসছে ল্যান্ডফলের সময়সীমা। বিপদ এড়াতে লোকাল ও দূরপাল্লার ট্রেন, বিমান পরিষেবা বেশ কয়েক ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা।

বৃহস্পতিবার মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “মেট্রো রেল কলকাতার লাইফলাইন। ঝড়ের সময়ে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে কিনা, তা নিয়ে সকলের মনেই হাজার প্রশ্ন। আমি স্পষ্ট করে জানাতে চাই, মেট্রো পরিষেবা সমস্ত রুটেই একেবারে স্বাভাবিক থাকবে। কোথাও কোনও বদল করা হচ্ছে না।” তিনি আরও জানান, “দমদম থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দমদম, হাওড়া ময়দান থেকে ধর্মতলা, ধর্মতলা থেকে হাওড়া ময়দান, সল্টলেক থেকে শিয়ালদহ, শিয়ালদহ থেকে সল্টলেক, হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়, জোকা থেকে মাঝেরহাট, মাঝেরহাট থেকে জোকা – সমস্ত রুটে নির্দিষ্ট সময়ে মেট্রো পরিষেবা শুরু এবং শেষ হবে।”