
climate change, low angle view Thermometer on blue sky with sun shining in summer show increase temperature, concept global warming
বর্ষা দোড়গোড়ায় হলেও দক্ষিণবঙ্গে নিস্তার নেই অসহ্য গরমের অস্বস্তি থেকে৷ শুধু গরমই নয়৷ জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা | জ্যৈষ্ঠের শেষবেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়৷ উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অসহ্য গরমের সঙ্গী অস্বস্তিকর আর্দ্রতা৷
আজ বৃহস্পতিবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উইকএন্ডে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে। আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে দিনভর গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে। ঘাম প্যাচপ্যাচে গরমে নাজেহাল হতে হবে শহরবাসীকে।
শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 39 থেকে 91 শতাংশ।
More Stories
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ
বিধানসভায় মুকুল রায়ের অবস্থান কী? তা জানতে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা
সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা