
জোর কদমে চলছে একুশে জুলাই এর প্রস্তুতি | সেই পরিস্থিতি খতিয়ে দেখতে ধর্মতলায় এসে মনিপুরে দুই মহিলার উপরে অত্যাচার নিয়ে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
তিনি টুইট করে লেখেন, “দুর্বৃত্তদের এই ধরনের অমানবিক কর্মকান্ডের নিন্দা ও অপরাধীদের বিচারের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে” | পাশাপাশি তিনি জানান, “দলের জন্য যারা শহীদ হয়েছেন তাদের আমরা এদিন স্মরণ করি | দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদেরও আমরা এদিন মনে করি | আজ আমাদের একটা লজ্জার দিন | মনিপুরে যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা সোশ্যাল মিডিয়া থেকে নামিয়ে দেওয়া হলে তো ঠিক আছে | কিন্তু যারা দেখার তারা তো দেখে ফেলেছেন” | পাশাপাশি তিনি জানান, “যদি সুযোগ হয় তাহলে আমরা কয়েকজন মুখ্যমন্ত্রী মনিপুরে পড়ে যাব” |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়