
পূর্বাভাস সত্য়ি করে বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ। দেখা নেই রোদের। জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। দার্জিলিংয়ে সম্ভাবনা রয়েছে তুষারপাতের। তবে তাপমাত্রার বিরাট হেরফেরের সম্ভাবনা নেই বলেই খবর।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার দিনভর মেঘলাই থাকবে আকাশ। বেলার দিকে কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিতে রীতিমতো ভাসতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনায়। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।
More Stories
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে
আগামী দু’মাস তীব্র দহনজ্বালা