প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার জন্য মঙ্গলবারই গোটা কাপুর ‘খান-দান’ দিল্লিতে পাড়ি দিয়েছিল। করিশ্মা-করিনা, রণবীর কাপুরের পাশাপাশি পরিবারের পুত্রবধূ আলিয়া ভাট এবং জামাই সইফ আলি খানও উপস্থিত ছিলেন সেই সাক্ষাৎ পর্বে। সেখানেই আলাপচারিতা সেরে জেহ-তৈমুরের জন্য সইফ-করিনার হাতে বিশেষ উপহার তুলে দিলেন মোদি। প্রধানমন্ত্রীর তরফে দুই ছেলের জন্য উপহার পেয়ে আহ্লাদে আটখানা বেবো।
সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতেও ভুললেন না করিনা কাপুর খান। আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবার্ষিকী। সেই উপলক্ষে দিল্লিতে তার একরাত আগে থেকে শুরু হচ্ছে ‘রাজ কাপুর ১০০ ফিল্ম ফেস্টিভ্যাল’। তার প্রাক্কালেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন কাপুর পরিবারের নবীন এবং প্রবীণ প্রজন্মের সদস্যরা। সইফ-করিনা, রণবীর-আলিয়া, করিশ্মা কাপুর, রিধিমা কাপুর সাহানি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন নীতু কাপুর, রিমা জৈন এবং তাঁর ছেলে আদর জৈন। ঠাকুরদা রাজ কাপুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে যে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে, তার জন্যে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন করিনা কাপুর।

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি