গত ১৮ই ডিসেম্বর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তপতী মণ্ডল ও প্রসেনজিত বৈদ্য নামে দুই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে, বনগাঁ মনিগ্রাম এলাকায়। এরপর এই ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ গ্রেপ্তার করে তপতীর ভাই ভীম মণ্ডল এবং আরও দুজনকে। এরপর তাদের আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয়। শুনানীর পর ফের তাকে জেল হেপাজতেই পাঠানো হয়। তাকে রাখা হয় দমদম সেন্ট্রাল জেলে। গত সোমবার সেখানেই মৃত্যু হয় ভীমের। ভীমের মৃত্যুর পর বৃহস্পতিবার তার বাড়িতে পুলিশ এলে, পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার মানুষ। সূএের খবর, ভীমের মৃত্যুতে তার পরিবারের অভিযোগ, বিনা দোষে তাকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ এবং থানায় নিয়ে গিয়ে তার উপর শারীরিকভাবে নির্যাতন চালানো হয়। এরপরই পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছছে বনগাঁ থানার বিশাল পুলিশবাহিনী।