
রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুললেন সায়ন্তন বসু | এবার অভিযোগ, রাজ্যে বিজেপির পুরনো কর্মী নেতাদের অবজ্ঞা করে তৃণমূল থেকে আশা কর্মীদের সেফ সিট দেওয়া হচ্ছে | এ রকমই একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখলেন সায়ন্তন বসু । তার অভিযোগ 2019 সালে তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে এসেছেন তাদের থেকে বহু নেতাকে জেলা প্রেসিডেন্ট করা হয়েছে | যেসব আসনে বিজেপির নিশ্চিত ছিল সেখানে তৃণমূল থেকে আসার নেতাদের দেওয়া হয়েছে ।
প্রসঙ্গত গত বিধানসভা নির্বাচনে 200 আসন পাবে বলে রাজ্য বিজেপির নেতা-নেত্রীদের মুখে শোনা গিয়েছিল | কিন্তু ফলাফলে বিজেপির সেই আশা একেবারে ভেঙে যায় | এ নিয়েও সরব হয়েছেন সায়ন্তন | তিনি লিখেছেন, “দলের নীতির জন্যই রাজ্যের অধিকাংশ জায়গায় আসন হাতছাড়া হয়েছেন” |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়