করোনা ভাইরাসের দাপটের জেরে পিছিয়ে গিয়েছিল আইসিই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। এবার জুলাইয়ের প্রথম দুই সপ্তাহে হবে পরীক্ষা৷ আইসিএসই-র ৬টি পেপার এবং আইএসসি-র ৮টি পেপারের পরীক্ষা আটকে যায় লকডাউনের জেরে৷ জুলাই এর প্রথম দিন থেকেই শুরু হবে সেই পরীক্ষা। ২ জুলাই থেকে শুরু করে ১২ জুলাই পর্যন্ত চলবে দশম শ্রেনীর পরীক্ষা। পাশাপাশি ১ জুলাই থেকে শুরু করে ১৪ জুলাই পর্যন্ত চলবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। রুটিন পাওয়ার পর থেকেই নিজেদের প্রস্তুত করতে শুরু করে দিয়েছে পরীক্ষার্থীরা।
দশম শ্রেণীর প্রতিটি পরীক্ষা শুরু হবে বেলা ১১ টা থেকে। তবে পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে দেওয়া হবে প্রশ্নপত্র। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হওয়ার কথা জানিয়েছে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্ভিস এক্সামিনেশন। পরীক্ষা দিতে আসা প্রত্যেক ছাএ ছাএীকে মানতে হবে সোশ্যাল ডিসট্যান্স। এবং তার সঙ্গে বাধ্যতামূলক ও স্যানিটাইজার ও মাস্ক পরা। ইতিমধ্যেই প্রকাশ পেয়ে গিয়েছে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার রুটিন। এবছর বিশেষ করে রবিবারেও পরীক্ষা হবে। পরীক্ষা শেষ হওয়ার দেড় থেকে দু মাসের মধ্যে ফল ঘোষনা করার কথা জানিয়েছে বোর্ড।