August 4, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

জুয়েলারি সোনাতে হলমাকিং এর নতুন নিয়ম লাগু করার প্রতিবাদে প্রতীকী ধর্মঘট ধুপগুড়ি স্বর্ণ ব্যবসায়ী সমিতির

জুয়েলারি সোনাতে হলমাকিং এর নতুন নিয়ম লাগু করার প্রতিবাদে প্রতীকী ধর্মঘট পালন করল ধুপগুড়ি স্বর্ণ ব্যবসায়ী সমিতি। অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ,বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি,স্বর্ণ শিল্প বাঁচাও সমিতি ও জেমস অ্যান্ড জুয়েলারি সংগঠনের ডাকে গোটা জেলা জুড়ে প্রতীকী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।স্বর্ণ ব্যবসায়ীদের থেকে জানা যায় হলমাকিং এর বিরুদ্ধে তারা নয়, হলমাকিংকে স্বাগত জানায় ব্যবসায়ীরা।কিন্তু হলমাকিংকে উপর ইউনিক আইডেন্টিফিকেশন লাগু করা হয়েছে।যার ফলে জুয়েলারি সোনার কোন গোপনীয়তা থাকবে না।নতুন নিয়ম লাগু হওয়ার ফলে দেশের প্রায় ৭৫ % ব্যবসায়ী ও কারিগর কর্মহীন হয়ে পড়বে।স্বর্ণ ব্যবসায়ীদের দাবি হলমাকিং এর নামে BIS কে সমস্ত স্টকের হিসাব দিতে বাধ্য নয়।গহনা বদল করার ক্ষেত্রে ক্রেতাদের সুবিধার ব্যবস্থা রাখতে হবে।জুয়েলারি সোনার গহনার গোপনীয়তা বজায় রাখতে হবে।এই সমস্ত দাবিতে সোমবার ধূপগুড়ি সোনাপট্টি থেকে মিছিলের আয়োজন করা হয়।সমস্ত সোনার দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানানো হয়।দ্রুত নতুন নিয়ম বাতিল করে হলমাকিং সোনার বিক্রির ব্যবস্থা করতে হবে।