December 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

জুটি বাঁধতে চলেছে চিরঞ্জিত ও ঋতুপর্ণা

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের হাত ধরে এবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছে চিরঞ্জিত ও ঋতুপর্ণা | উইন্ডোজের নয়া ছবি দাবারু | ছবিতে দেখা যাবে সাদাকালো 64 খাপে আটকে একটি বাচ্চার স্বপ্ন | সে বড় হয় দাবারু হতে চায় | ছবির চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায় এবং সংলাপ লিখেছে অর্পণ গুহ |

প্রসঙ্গত সম্প্রতি মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ফাটাফাটি | বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে এই ছবি | ঋতুপর্ণা ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তীকে | দাবার কোচের চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে |