September 13, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

জীতুর জন্মদিনে অতীত ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন প্রাক্তন স্ত্রী নবনীতা

তেইশ সালেই দু’জনের পথ আলাদা হয়েছে। তবে আইনত বিচ্ছেদ হলেও সম্ভবত মান-অভিমান জিইয়ে রাখেননি জীতু কামাল, নবনীতা দাস। সম্প্রতি জীতু-দিতিপ্রিয়া বিতর্কে প্রাক্তন স্বামীর পক্ষ নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছিলেন। এবার অভিনেতার জন্মদিনে অতীত ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন প্রাক্তন স্ত্রী নবনীতা দাস।

২০১৯ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন টেলিপাড়ার একসময়কার ‘স্মার্ট জোড়ি’। তবে পরবর্তীতে তাঁদের সম্পর্কের সমীকরণ বদলে যায়। সকলকে অবাক করে দিয়ে জীতু যখন বিদেশে আউটডোর শুটিংয়ে ব্যস্ত, তখন সোশাল মিডিয়ায় বিচ্ছেদ ঘোষণা করেন নবনীতা। অভিনেত্রী যে বর্তমানে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন, সেটা তাঁর সোশাল মিডিয়ায় উঁকি দিলেই বেশ বোঝা যায়। শুটের অবসরে ব্যাগপত্তর গুছিয়ে বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েন ট্যুরে। জীবনের এই নতুন ইনিংস যে নবনীতা বেশ উপভোগ করছেন, তা বলাই বাহুল্য। অন্যদিকে জীতুও একের পর এক সিনেমার ডাকসাইটে সব চরিত্রের জন্য ডাক পাচ্ছেন।