
ইতিমধ্যে জিতু কমল নবনীতা দাসের ডিভোর্স নিয়ে শোরগোল পড়ে গিয়েছেন নেট পাড়ায় | এমনকি ফেসবুকে লাইভে এসে নিজেদের ডিভোর্সের কথা জানিয়েছেন নবনীতা | এর আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি | জানিয়েছিলেন, তাদের বৈবাহিক সম্পর্কে সমস্যার কথা ।
কিন্তু তারপর সবকিছু মিটমাট করে নেওয়ার কথা জানান জিতু কমল | ঠিক এই সময় আরেক কাণ্ড ঘটালে নবনীতা | হঠাৎ করে instagram এ পোস্ট করলেন নতুন এক ছবি | যেখানে নবনীতার সঙ্গে রয়েছেন এক নায়ক | সেই ছবিতে দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ চক্রবর্তীকে | এই ইন্দ্রজিতের সঙ্গে “দীপ জেলে যাই” ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল নবনীতা কে |
প্রসঙ্গত বিয়ে ভাঙছে টলিউডের জনপ্রিয় তারকা জুটি ও নবনীতার | আর সেই পোস্ট দেখে নেটিজেনদের মধ্যে উঠছে নানা প্রশ্ন |
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির