আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে গ্রেপ্তার করা হল বিজেপির হুগলি জেলার মণ্ডল সভাপতি-সহ চারজনকে। ধৃতরা সকলেই হুগলির ধনেখালির বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি বন্দুক, গুলি, তির-ধনুক, তলোয়ার ও বোমা উদ্ধার করেছে বর্ধমানের জামালপুর থানার পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার রাতে নাকা চেকিং করছিল পুলিশ সেই সময় জামালপুর থানার জামালপুর-জৌগ্রাম রাস্তার উপর মহিষগোড়িয়া এলাকায় একটি গাড়ির গতিবিধি সন্দেহজনক ঠেকে পুলিশের। এরপরই গাড়িতে তল্লাশি চালিয়ে একটি বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, তির-ধনুক ও চারটে বোমা উদ্ধার হয়েছে। ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। ধৃত চার জনের মধ্যে আশিস দাস বিজেপির হুগলির ২৯ জেডপির সভাপতি। বাকি তিন জনই ধনেখালি দশঘরা এলাকায় বিজেপি কর্মী বলেই পরিচিত। কেনই বা তাঁরা ওই এলাকায় জড়ো হয়েছিল তাঁর তদন্ত শুরু করেছে পুলিশ।