
জামাইষষ্ঠীতে এবার শাশুড়ি ষষ্ঠী করে খবরের শিরোনামে নীল -তৃণা | টেলি পাড়ার খুব জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্য | এ দিন সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিও শেয়ার করেন | সেখানে দেখা যাচ্ছে শাশুড়িকে বরণ করে হাতে হলুদ সুতো পরিয়ে শাশুড়ি ষষ্ঠীতে মেতে উঠেছেন নীল |
এই ভিডিও আপলোড করে তিনি লিখেছেন, “এবার জামাইষষ্ঠী জমে যাবে | উদযাপিত হবে অন্যভাবে | জামাইষষ্ঠী নয় শুধুই জামাইদের, সমানভাবে শাশুড়িদেরও” | পাশাপাশি ভিডিওর মাধ্যমে সমস্ত জামাইকে এমনই সারপ্রাইজ দেওয়ার জন্য এগিয়ে আসতে বললেন অভিনেতা নীল |
More Stories
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’
সেন্সর বোর্ডের কাঁচির ঘায়ে জর্জরিত ‘সিতারে জমিন পর’