September 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

জানুয়ারি শুরু থেকেই শীতের নয়া রেকর্ড রাজ্যে

জানুয়ারি শুরু থেকেই শীতের নয়া রেকর্ড রাজ্যে | আজ রেকর্ড ঠান্ডা কলকাতায় । তাপমাত্রা নেমে এলো দশের ঘরে | আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই মরশুমে সবথেকে শীতলতম দিন আজ | আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস | যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম । জানুয়ারি প্রথম সপ্তাতে এই শীতের ব্যাটিংয়ে খুশি বঙ্গবাসী |

কলকাতার আকাশ কুয়াশায় ঢাকা | আজকে সকাল থেকে ছিলনা রোদের দেখা | পরে বেলা বাড়তে আকাশ পরিস্কার হয়ে মিলেছে রোদের দেখা | তবে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই আজ | ধীরে ধীরে পারদ ঊর্ধ্বমুখী | গতকালকে তুলনায় আজকের তাপমাত্রা বেড়েছে এক ডিগ্রি | আগামী ৪৮ ঘণ্টায় আরো সামান্য তাপমাত্রা পতনের পূর্বাভাস রয়েছে | শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের পরিস্থিতি আপাতত নেই |

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 10.9 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 21.5 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 41 শতাংশ |