February 5, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

জাতীয় সড়কে পাশে হাই ড্রেনের দাবিতে জেলার শাসকের কাছে স্মারক লিপি জমা দিল গ্রামবাসীরা

জাতীয় সড়কে পাশে হাই ড্রেনের দাবিতে জেলার শাসকের কাছে কয়েক গ্রামবাসী স্মারক লিপি জমা দিল। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি। অভিযোগ, হিলি বালুরঘাট ৫১২ নং জাতীয় সড়কের সম্প্রসারণের কাজে বাদামাইলে রাস্তা দুই ধারে থাকা নয়নজুলি ভরাট করা হয়। যার ফলে এখন জল নিকাশি বিকল্প কোন ব্যবস্থা না করায় চড়ম সমস্যা মধ্যে পড়েছে বাসিন্দারা। জল বের হতে না পেরে কয়েক শো বিঘে কৃষি জমি ঢুবে ফসল নষ্ট হতে শুরু করেছে,তেমনি অল্প বৃষ্টি হলেই একাধিক এলাকা জল বের হতে না পারায় জল জমে থাকছে। নয়নজুলি ভরাট করে পাশে জল নিকাশির জন্য কেন ড্রেন তৈরী করা হল না তা নিয়ে বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ জমেছে। বিষয়টি নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কোন হেলদোল নেই বলেও অভিযোগ বাসিন্দাদের। এদিন বাদামাইল,পন্ডিত,হরিপুরের কয়েকশো বাসিন্দা গন স্বারক লিপি সংগ্রহ করে। গ্রামবাসীদের তরফে হাতে গোনা কয়েক জন প্রতিনিধি জেলা শাসকের কাছে স্বারক লিপি জমা দায়। তাদের দাবি জোতকুড়ি থেকে ঘুপসি খাঁড়ি পর্যন্ত দ্রুত হাইড্রেন যাতে করা হয়।