সোমবার স্বাধীনতা দিবসের আগে জম্মু-কাশ্মীরে পাহাড়ের দুটি অংশকে জুড়ে দিল রেল ব্রিজ | উচ্চতার দিক থেকে বিচার করলে এই সেতু এই দুনিয়ার সর্বোচ্চ রেল সেতু | চেনার নদীর দুই প্রান্তকে যোগ করেছে একটিমাত্র আর্চ |
ভৌগলিক অবস্থান বিপদসংকুল নির্মাণ ও প্রতিকূল আবহাওয়ার সঙ্গে নিয়েই তৈরি হয়েছে এই রেল সেতু | সেতুর উচ্চতা প্যারিসের আইফেল টাওয়ারের থেকে ৩৫ মিটার বেশি উঁচু । এই সেতু রেলপথের জন্য খরচ করা হয়েছে মোট ২৮ হাজার কোটি টাকা |

                                        
                                        
                                        
                                        
More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব