দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ব্যক্তিগত মালিকানায় রাস্তা তৈরির প্রতিবাদ করায় বিজেপির ২ মহিলা কর্মীকে বেধড়ক মারধোর করার অভিযোগ উঠল পঞ্চায়েতের উপপ্রধান-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে।সূত্রের খবর, নন্দনপুরের বাসিন্দা স্মৃতিকণা দাস নামে এক মহিলার জমির উপর দিয়েই চলছিল ২৪ ফুটের রাস্তা তৈরির কাজ। তাতে একাধিকবার আপত্তি জানায় ওই মহিলা। তিনি জানান, রাস্তার জন্য তাঁর জমি যেন না দখল করা হয়। তাতে কর্ণপাত করেনি পঞ্চায়েতের আধিকারিকরা। জমি বাঁচাতে বাধ্য হয়ে স্মৃতিকণাদেবী ও তাঁর দিদি ধরনায় বসেন।
অভিযোগ, সেই সময়ই স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূলের কর্মীরা তাঁদের মারধর করে। এরপর পায়ে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে যায়। প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে ওই মহিলাদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করে। সেখানেই চিকিৎসাধীন স্মৃতিকণা দেবী।তৃণমূল কর্মীদের আচরণের তীব্র বিরোধিতা করেন স্থানীয়রা। যদিও শেষপাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় এখনও থানায় অভিযোগ দায়ের করা হয়নি।