December 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

জমানো টিফিনের টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করল অষ্টম শ্রেনীর ছাত্র

নিজস্ব প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে অর্থসাহায্য করল ডায়মন্ড হারবারের অষ্টম শ্রেণির এক ছাত্র। নিজের টিফিনের পয়সা বাঁচিয়ে জমিয়ে রাখা ১৩০০ টাকা বুধবার সে তুলে দিল ডায়মন্ড হারবারে প্রশাসনিক কর্তাদের হাতে। বিপদের দিনে নজির হয়ে থাকল তার মানবতাবোধ। ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের সরিষার ভূষণার বাসিন্দা সবুজ হালদার এ প্রসঙ্গে জানিয়েছে, সারা পৃথিবীজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যুমিছিল আর একের পর এক আক্রান্ত হওয়ার ঘটনা প্রতিদিনই টিভিতে দেখছে। দেখেছে মারণ ভাইরাসের মোকাবিলায় কত মানুষ কতরকমভাবে অর্থ সাহায্য করছেন। তখনই মনে হয়েছে, সেও তার ওই জমানো টাকা করোনা মোকাবিলায় ত্রাণ তহবিলে দিয়ে দেবে। পরিকল্পনা অনুযায়ী ওই ছাত্র তার জমানো টাকা তুলে দেয় জেলা শাসকের হাতে।