
চলছে ডিভোর্সের মামলা | আর তারই মাঝে জিতু কমল এবং নবনীতা সেনকে নিয়ে সরগরম নেটপাড়া । বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে বিচ্ছেদ নিয়ে চলছে জল্পনা । এরই মাঝে কটাক্ষের মুখে অভিনেতা ।
বৃহস্পতিবার অর্থাৎ আজ অভিনেত্রী নবনীতা দাসের জন্মদিন | মধ্যরাতে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তিন বছর আগের একটি ভিডিও পোস্ট করেছেন জিতু | সেই পোস্ট করে কটাক্ষের মুখে পড়ে জিতু | প্রসঙ্গত, সেই ভিডিওতে দেখা যায় একটি বাটার স্কচ কেকের উপরে লেখা ‘হ্যাপি বার্থডে বউ’ লেখা | কেকের পাশে সাজানো রয়েছে মোমবাতি । নবনীতার পরনে বাড়ির পোশাক এবং মধ্যরাতে একসাথে জন্মদিন পালন করছেন তারা |
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির