
সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল | চার মাস আগেই প্রথম সন্তানের জন্ম দিয়েছেন তিনি | এরপর মাহির পোস্টে পুনরায় মা হওয়ার ইঙ্গিত মিলে |
নিজের ফেসবুক অ্যাকাউন্টে মাহি লিখেছেন, তুমি আমি আর আমাদের দুটি ফুল | এই ক্যাপশন থেকে অনুরাগীদের ধারনা দুটি ফুল বলতে ছোট্ট ছেলে মোসাহেব আরশ এবং নবাগত সন্তানকে বুঝিয়েছেন তিনি । এই পোস্টে ভক্ত ছাড়াও ইন্ডাস্ট্রর সকলে শুভেচ্ছা জানিয়েছেন মাহিকে । তবে কোন মন্তব্যেরই ইতিবাচক উত্তর দেয়নি মাহি | সেখান থেকেই তৈরি হচ্ছে নয়া জল্পনা | তবে কি এ ঘটনা সত্যি নাও হতে পারে?
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির