April 7, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

জঙ্গলমহলে মানুষের সুবিধার্থে কলকাতা সঙ্গে মসৃণ করা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা

জঙ্গলমহলে মানুষের সুবিধার্থে কলকাতার সঙ্গে অরণ্যসুন্দরীর যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পpরিবহণ নিগম বা এসবিএসটিসি। বাড়তে চলেছে প্রায় ৩০টি সরকারি বাস। ইতিমধ্যেই যে সরকারি বাসগুলো জঙ্গলমহলের বিভিন্ন ডিপো থেকে ছাড়ে, সেগুলোতে যাত্রীসংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। যে কারণে লাভের মুখ দেখছে এই সংস্থাও। যাত্রীদের অভিযোগ, দক্ষিণ-পূর্ব রেলের এই লাইনে নিয়মিত ট্রেন লেট। আর সেই কারণেই সরকারি বাসের প্রতি ভরসা বাড়ছে মানুষের। আর তাতে লক্ষ্মী আসছে এসবিএসটিসির ঘরে।

জঙ্গলমহলের বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদের দাবি, ট্রেন লেটের কারণে নিত্যদিন অফিস যাতায়াতে অসুবিধায় পড়ছেন ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, গোপীবল্লভপুর, নয়াগ্রাম-সহ একাধিক জায়গার সাধারণ মানুষ। অফিস সঠিক সময়ে এলেও বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাচ্ছে। সঠিক সময়ে যাতায়াতে তাই ভরসা হয়ে দাঁড়িয়েছে সরকারি বাস। ভোর ৫টা থেকেই কলকাতায় যাওয়ার বাস পাওয়া যায়।