November 4, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

জগন্নাথ মন্দিরের পাশে লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সের দোতলায় বিধ্বংসী আগুন

পুরি জগন্নাথ মন্দিরের পাশে লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সের দোতলায় বিধ্বংসী আগুন লাগে | শক্তিশালী আগুনকে নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা চালায় দমকলের বারটি ইঞ্জিন |

পুরি দমকল প্রশাসন তরফে জানা গিয়েছে, আগুন নিভাতে কাজ করছে মোট ১২টি ইঞ্জিন | তবে আগুন ছড়িয়ে পড়া দেখেই ১৪০ জন পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে | আগুন নিভাতে গিয়ে তিন দমকল কর্মী আহত হয়েছেন | ঘন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন তারা ।