বাংলা চলচ্চিত্র জগতে জনপ্রিয় মুখ আবির চট্টোপাধ্যায় | তবে এবার দর্শকের ইচ্ছায় ছোট পর্দা দেখা যাবে আবির চট্টোপাধ্যায় কে | সিরিয়ালে নিয়ে আসছেন নতুন চমক | মাস ভোর চলবে মহাযজ্ঞ | সারা মাস জুড়ে চলবে ‘সাথী’তে মন মাতানো চমক | চার সপ্তাহ জুড়ে চার রকমের নতুন ধামাকা |
আগামী সপ্তাহ থেকে থাকছে সব থেকে বড় চমক | বহু বছর পর আবার মেগা সিরিয়ালে দেখা যাবে অভিনেতা আবির চট্টোপাধ্যায় কে | তবে ‘সাথী’ বিনোদনের মহাপার্বনের সেলিব্রিটি সপ্তাহ দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে | অভিনেতা আবির চট্টোপাধ্যায় হিসেবে তিনি অভিনয় করবেন সিরিয়ালে | গল্পে দেখা যাবে কলেজের সিনিয়র এবং বিশেষ বন্ধুর চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রজিৎ বসু ।

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়