
কালিম্পং এর ছেলে আলবার্ট কাবো | সারেগামাপার দৌলাতে এখন বাংলা জুড়ে জনপ্রিয় তিনি | তবে সেই গায়কের পরিবারে নেমে এসেছে বিপর্যয় | কোলের ছোট্ট সন্তানকে হারিয়ে কাতর হয়েছেন অ্যালবার্ট |
তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করে এ কথা জানিয়েছেন | তাতে চোখ ভিজেছে নেট পাড়ার সকলেরই | প্রসঙ্গত টুরিস্ট গাইড হিসেবে জীবিকা নির্বাহ শুরু করলেও সারেগামাপার মঞ্চ ঘুরিয়ে দেয় তার জীবনের মোড় | একরতি মেয়েকে নিয়ে দর্শনে বসে থাকা স্ত্রী পূজার সংগ্রামকেও ভুলে যাননি অনুরাগীরা । হঠাৎই তার পরিবারে বিপর্যয় | না ফেরার দেশে চলে গেলেন তাদের একমাত্র সন্তান ইভলিন | সন্তানহারা বাবার হাহাকার অনুভব করে চোখ ভিজলো অনুরাগীদের |
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির