December 25, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ছেলে রাজ্যের চিকিৎসা করাতে কলকাতায় হাজির পরীমণি

ছেলে রাজ্যের চিকিৎসা করাতে কলকাতায় হাজির হয়েছিলেন পরীমণি। আর তাই ছেলেকে নিয়েই কলকাতা ভ্রমণে পরীমণি। চড়লেন হলুদ ট্যাক্সিও। অন্য়দিকে, রাজ্যের বাবা শরিফুল রাজের কোনও পাত্তাই ছিল না এতদিন। সন্তান যে অসুস্থ, তা নিয়েও পোস্ট দেখা যায়নি তাঁর। তবে ছেলেকে নিয়ে এবার পোস্ট দিলেন রাজ। ইমোজির মধ্যে দিয়ে আদর পাঠালেন তিনি।

পরীমণি ফেসবুকে লিখলেন, ”গত বার যখন কলকাতা এসেছিলাম তখন এয়ারপোর্ট থেকে বাজানকে একটা খেলনা ট্যাক্সি কিনে দিয়েছিলাম। যদিও তখন গাড়ি নিয়ে খেলতে পারার বয়সে ছিলো না সে। তাই খেলনা টা আমি তুলে রেখেছিলাম। এখন সে গাড়ি নিয়ে খুব খেলে। তার সব গাড়ির ভেতর ওই ট্যাক্সি টাও তার বেশ পছন্দের একটা। এবার সে যখন সত্যি ট্যাক্সি দেখলো খুব এক্সাইটেড হয়ে আমাকে বোঝানোর চেস্টা করছিলো আরে এটা তো আমি চিনি! এটা দিয়ে তো আমি খেলি।”