ছুটি কাটাতে টাকি গিয়েছে ছোট পর্দার রানী মা | অর্থাৎ দিতিপ্রিয়া | সেখান থেকে খোলামেলা পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি | কখনো নৌকায় কখনো বা নদীর পাড়ে বিভিন্ন পোজে ছবি দিয়েছেন দিতিপ্রিয়া |
সেখানেই ইছামতীর বুকে মায়ের সঙ্গে নৌকা বিহারে বেরিয়েছিলেন পর্দার রানীমা । তবে সেখান থেকে বহু ছবি পোস্ট করেছেন তিনি সোশ্যাল মিডিয়া | তারই মধ্যে একটি ছবি নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায় | সেই ছবিতে ডেনিম হটপ্যান্ট ও নীল স্লিভলেস টিশার্টে একান্তে সময় কাটাতে দেখা যায় দিতিপ্রিয়াকে। এই ছবি অনেকে লিখেছেন রানীমার এ কি রূপ? তা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে ।
More Stories
সারা বাংলা ঘুরে ‘রাজার রাজা’ হয়েই কামব্যাক করলেন দেব
মেয়ের জন্মের হাসপাতালের বিল নিয়ে ফের চর্চার শিরোনামে কাঞ্চন
কোয়েলের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান