ছুটি কাটাতে টাকি গিয়েছে ছোট পর্দার রানী মা | অর্থাৎ দিতিপ্রিয়া | সেখান থেকে খোলামেলা পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি | কখনো নৌকায় কখনো বা নদীর পাড়ে বিভিন্ন পোজে ছবি দিয়েছেন দিতিপ্রিয়া |
সেখানেই ইছামতীর বুকে মায়ের সঙ্গে নৌকা বিহারে বেরিয়েছিলেন পর্দার রানীমা । তবে সেখান থেকে বহু ছবি পোস্ট করেছেন তিনি সোশ্যাল মিডিয়া | তারই মধ্যে একটি ছবি নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায় | সেই ছবিতে ডেনিম হটপ্যান্ট ও নীল স্লিভলেস টিশার্টে একান্তে সময় কাটাতে দেখা যায় দিতিপ্রিয়াকে। এই ছবি অনেকে লিখেছেন রানীমার এ কি রূপ? তা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে ।

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী