হাবজী-গাবজি সাফল্যের পর ছুটি কাটাতে ছেলেকে নিয়ে মার্কিন মুলুকে উড়ে গেলেন রাজ- শুভশ্রী | সবুজে ঘেরা জামাইকার নীল সমুদ্রে রাজ-শুভশ্রীর বর্তমান ভ্রমণ ঠিকানা | দম্পতির সঙ্গে রয়েছে ছোট্ট ইভান।
তিনজনে মিলে নীল সমুদ্রে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছেন | এমনই ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়া | সেখানে শুভশ্রী শুভশ্রীকে দেখা গেল গেরুয়া বিকিনিতে | আর রাজের পরনে সবুজ টিশার্ট এবং হলুদ শর্টস | ইউভানের পোশাকের সঙ্গে মিল রয়েছে তার বাবার পোশাকের | সমুদ্র তটে বালি নিয়ে বসে খেলতে দেখা গেল ইউবানকে ।

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী