July 2, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ছাত্র ভোটের দাবিতে অনশন কলকাতা মেডিকেল কলেজে

ছাত্র ভোটার দাবিতে অনশন চালাচ্ছে কলকাতা মেডিকেল কলেজের সাত পড়ুয়া | তাদের মধ্যে অসুস্থ হয় সিসিইউতে ভর্তি এক আন্দোলনকারী | মেডিকেল কলেজে অবসর নিয়ে স্বাস্থ্য ভবনে বৈঠক ঘিরে জটিলতা তুঙ্গে | জানা গিয়েছে, “অনশন না তুললে কোন বৈঠক হবে না”, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য ভবন |

তবে কলকাতা মেডিকেল কলেজে প্রিন্সিপাল ডক্টর ইন্দ্রনীল বিশ্বাস জানিয়ে দিয়েছেন, “এখনো বৈঠক হবে কিনা স্পষ্ট নয়, কিন্তু অনন্তকাল এই জিনিস চলতে পারে না” | অন্যদিকে, জটিলতা কাটাতে মুখ্যমন্ত্রী নির্দেশে মেডিকেল কলেজে গিয়েছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য | তবে কার্যত খালি হাতেই ফিরতে হয়েছিল তাকে |