
ছবির একশন শুটিং এর দৃশ্যের শুট করতে করতে হঠাৎই দুর্ঘটনার কবলে পড়লেন অজয় দেবগন | জানা যাচ্ছে, একটি ধুমধুমার মারপিটের দৃশ্য শুটিং হচ্ছিল | সেই সময় হঠাৎই চোখে গুরুতর চোট পেলেন অজয় | সঙ্গে সঙ্গে শুটিং থামিয়ে দিতে বাধ্য হয় পরিচালক | তবে প্রাথমিক চিকিৎসার হতেই ফের ফ্লোরে ফিরতে চাইছেন অজয় |
প্রসঙ্গত, ‘সিংঘম’ হয়ে বক্স অফিসে শোরগোল ফেলেছিলেন অজয় দেবগন । তারপর আসে ‘সিংঘম রিটার্নস’ | এর মধ্যেই আবার ‘সিম্বা’ হয়ে সাফল্য পান রণবীর সিং | এবার ‘সিংঘম এগেইন’ এর পালা | আর সেই ছবিতে দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার সহ কারিনা কাপুরের মতো দেখা যাবে আরও অনেককেই |
More Stories
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’
সেন্সর বোর্ডের কাঁচির ঘায়ে জর্জরিত ‘সিতারে জমিন পর’