December 28, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ছবির শুটিং করতে গিয়ে আহত অজয় দেবগন

ছবির একশন শুটিং এর দৃশ্যের শুট করতে করতে হঠাৎই দুর্ঘটনার কবলে পড়লেন অজয় দেবগন | জানা যাচ্ছে, একটি ধুমধুমার মারপিটের দৃশ্য শুটিং হচ্ছিল | সেই সময় হঠাৎই চোখে গুরুতর চোট পেলেন অজয় | সঙ্গে সঙ্গে শুটিং থামিয়ে দিতে বাধ্য হয় পরিচালক | তবে প্রাথমিক চিকিৎসার হতেই ফের ফ্লোরে ফিরতে চাইছেন অজয় |

প্রসঙ্গত, ‘সিংঘম’ হয়ে বক্স অফিসে শোরগোল ফেলেছিলেন অজয় দেবগন । তারপর আসে ‘সিংঘম রিটার্নস’ | এর মধ্যেই আবার ‘সিম্বা’ হয়ে সাফল্য পান রণবীর সিং | এবার ‘সিংঘম এগেইন’ এর পালা | আর সেই ছবিতে দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার সহ কারিনা কাপুরের মতো দেখা যাবে আরও অনেককেই |