July 1, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ছট পূজা উপলক্ষে মুখ্যমন্ত্রীর বার্তা

প্রতিবছরের মতো এবারও ছট পূজায় দইঘাট ও তক্তাঘাটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী | দই ঘাটে প্রদীপ জ্বালিয়ে উপচার সাজিয়ে পুজো দেন | জনতার উদ্দেশ্যে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সব ধর্মই আমাদের ধর্ম | সমস্ত উৎসবে বাংলা সামিল হয়” |

বারো মাসে তেরো পার্বণ বাঙালির | তবে এসব উৎসবের মাঝে গন্ডগোল পাকানোর ছক করে কেউ কেউ | তাদের থেকে সাবধান | আজ বিকেলে গঙ্গা তীরে ছট পুজোয় অংশ নিয়ে জনসাধারণকে সাবধান করলেন মুখ্যমন্ত্রী । তিনি বললেন, “এই সময় গন্ডগোলের ছক করছে অনেকে | তাতে পা দেবেন না | সকলে ধীরে সুস্থের সাবধানে পূজা করুন” |