ছট পূজা উপলক্ষে কলকাতার রাস্তায় নামছে প্রায় চার হাজার পুলিশ। রাস্তায় থাকছেন ৩৫ জন ডিসি পদমর্যাদার পুলিশকর্তা। কলকাতার মোট ১৩৩টি গঙ্গার ঘাট, ছোট পুকুর, তৈরি হওয়া জলাধারে ছট পুজো অনুষ্ঠিত হবে। গঙ্গার ঘাটগুলিতে নিরাপত্তার জন্য মোতায়েন থাকছেন ৭৭ জন ডিএমজির সদস্য।
ছট পুজোয় রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে মোতায়েন হচ্ছে অতিরিক্ত পুলিশ বাহিনী। পুলিশ জানিয়েছে, দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর তথা ঢাকুরিয়া লেক ও পূর্ব কলকাতার ফুলবাগান এলাকার সুভাষ সরোবরে নেমে ছট পুজো করা নিষিদ্ধ। রবিবার বিকেল ও তার পর সোমবার সকালে ছট পুজোর জন্য বহু মানুষ গঙ্গার ঘাটে যাবেন। আবার অনেকে গঙ্গার ঘাটগুলিতে রাতেও থেকে যাবেন। তাঁধের নিরাপত্তার জন্য পুলিশ বিশেষ ব্যবস্থা করেছে। গঙ্গা বা জলাধারে যাতায়াতের পথে যাতে নিষিদ্ধ শব্দবাজি না ফাটানো অথবা ডিজে না বাজানো হয়, সেই ব্যাপারে বিশেষ নজর রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।
More Stories
রাজ্যজুড়ে চলছে ট্যাব দুর্নীতির তদন্ত
মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজ্যপাল
আচমকা নবান্ন চত্বরে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে হাজির এক ব্যক্তি