December 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

চোরা চালানকারী জলদস্যুদের ট্রলার আটক করল হলদিয়া উপকূল রক্ষী বাহিনী

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার কুকড়াহাটিতে একটি চোরাচালান কারী জলদস্যুদের মাছধরার ট্রলার আটক করলো হলদিয়া উপকূল রক্ষিবাহিনী। জানা গিয়েছে রাতের অন্ধকারে এই ট্রলার টি সন্দেহ জনক ভাবে রূপনারায়ন দামোদর ও হলদি নদীর সংযোগ স্থলে ঘোরাফেরা করছিল। হঠাৎ করে দূর থেকে দূরবিনে দেখতে পায় টহলদার হভারক্রাফ্টের কোস্টগার্ড এর জওয়ানরা। কোস্টগার্ডের হভারকাফ্টের শব্দ পেয়ে চোরা কারবারী জলদস্যুরা ট্রলারের পিক্আপ বাড়িয়ে চম্পট দেয়। পালাতে না পেরে পূর্ব মেদিনীপুরের গেঁওখালীর কাছে নাটশাল এ নদীর পাড়ে একটি ঝোপের আড়ালে ট্রলার ঠেকিয়ে জলদস্যুরা চম্পট দেয়। সোমবার সকালে ট্রলারটি আটক করেছে কোস্টগার্ড। ট্রলার ভর্তি বহুমূল্যবান সামগ্রি রয়েছে বলে সূত্রের খবর। এই মুহুর্তে ট্রলারটি ঘিরে তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড এর প্রায় ৬০ জন কোস্টগার্ড এর আধিকারিক ও জওয়ানরা। তল্লাশি চলছে পলাতক জলদস্যুদের। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।